৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রাতের আঁধারে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা-মোবাইল ছিনতাই

আপডেট: মার্চ ২, ২০২৪

| palash

চট্টগ্রামের আনোয়ারায় মোহাম্মদ কলিম উল্লাহ নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার চাতরী ইউনিয়নের শাহ-ই দরবার ইসলামী কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কলিম উল্লাহ চাতরী ইউনিয়নের রুদুরা গ্রামের মৌলানা মুজাম্মেল হকের ছেলে। আনোয়ারা সদরে মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকান রয়েছে তার।

জানা গেছে, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন কলিম উল্লাহ। শাহ-ই দরবার ইসলামী কমপ্লেক্সের সামনে পৌঁছালে মোটরসাইকেলে এসে তিন যুবক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় কলিম উল্লাহর কাছে থাকা এক লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান তারা। পরে আহত অবস্থায় কলিম উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান কলিম উল্লাহর বড় ভাই মহিবুল্লাহ।

আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশাকরি শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনতে পারবো।