৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ক্রিকেটারদের আউট দেওয়া আম্পায়ার নিজেই ‘আউট’

আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪

| palash

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ম্যারাইস এরাসমাস। এই এপ্রিলে ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ৬০ সাবেক দক্ষিণ আফ্রিকার এ আম্পায়ার। ফলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ হবে তার ক্যারিয়ারের শেষ সিরিজ।

নিজের অবসরের বিষয়ে সংবাদ মাধ্যমে এরাসমাস বলেন, ‘গত বছরের অক্টোবরে আমি এ সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আইসিসিকে আমার সিদ্ধান্তের বিষয়ে অবগত করেছিলাম। আমার চুক্তি এপ্রিলে শেষ হবে এবং এটাই হবে শেষ।’

তিনি আরো বলেন, ‘আমি এ সুবিধা এবং ভ্রমণের বিষয়গুলো অনুভব করতে থাকব। দূরে যাওয়ার মত যথেষ্ট হয়েছে এবং আমার মত করে থাকা শুরু করব। আমি মনে করি আরও একঘেয়ে জীবন আমি খুঁজছি।’

২০১০ সালে আইসিসির এলিট প্যানেলে ঢোকার পর অভিজ্ঞতা নিয়ে এরাসমাস বলেন, ‘এই কাজের চ্যালেঞ্জ হলো, নির্দিষ্ট সময়ে বা ঐ সময়ে সঠিক থাকা। এটা সবসময় বিশেষ কিছু এবং কঠিনও এবং এটা বেশ আনন্দদায়ক যখন আপনার ম্যাচ ভালো চলে।’

আম্পায়ারিংয়ে এরাসমাসের অভিষেক হয় ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের মাধ্যমে। ১৭ বছরের দীর্ঘ সময়ে তিনি ৮০টি টেস্ট, ১২৪টি ওয়ানডে এবং ৪৩টি টি-২০তে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া মেয়েদের ক্রিকেটে ১৮টি টি-২০ এবং ১৩১ টি ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবমিলিয়ে ৮টি টি-২০ বিশ্বকাপ এবং চারটি ওয়ানডে বিশ্বকাপের সাথে অ্যাশেজের ১৪টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন প্রোটিয়াদের তারকা আম্পায়ার।