৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪ বিধ্বংসী ইনিংসের পর যা বললেন শামীম

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪

| palash

দশম বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের মুখোমুখি রংপুর রাইডার্স। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল নুরুল হাসানের দল। তবে ব্যাট হাতে লড়াই চালিয়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন শামীম পাটোয়ারী।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। দলটির হয়ে ২০ বলে অর্ধশতক করেন শামীম। শেষ পর্যন্ত অপরাজিত ৫৯ রান করেন বাঁহাতি এ ব্যাটার।

প্রথম ইনিংস শেষে নিজের ইনিংস নিয়ে শামীম বলেন, ‘আসলে আমার নিজের ওপর বিশ্বাস ছিল, আমি যদি ফিনিশিং করতে পারি, তাহলে দলের জন্য ভালো কিছু দিতে পারব।’

উইকেটের চারপাশে মারা অবিশ্বাস্য শট নিয়ে তিনি যোগ করেন, ‘আসলে এগুলো আমার তৎক্ষনাৎ সিদ্ধান্ত। এগুলো আমি ভালো খেলি। চেষ্টা করেছি, সফল হয়েছি।’

আগের ম্যাচে ওপেনিংয়ে খেলে ব্যর্থ হলেও এদিন আট নম্বরে নেমে সফল হয়েছেন শামীম। নিজের পরিবর্তনশীল ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি সব সময়ই রেডি থাকি। যে জায়গায়ই নামায়, রেডি থাকি।’